মোংলা প্রতিনিধি
সুন্দরবনের দর্শনার্থীদের আগমন ও ভ্রমণের জন্য সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেয়ার অনুমতি প্রদানের দাবীতে মোংলায় মানববন্ধন কর্মসূচী পালন করে সুন্দরবনের পর্যটন শিল্পের সাথে জড়িত নৌযান মালিক ও কর্মচারীরা।
৩১ আগষ্ট সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার মামার ঘাটের পাশে মোংলা নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধনে সুন্দরবনের পর্যটন শিল্পের সাথে জড়িত কয়েকশ নৌযান মালিক ও কর্মচারীরা অংশগ্রহন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ট্যুর ব্যবসায়ী খায়রুল ইসলাম খোকন, মোঃ এমদাদুল হক, খান রূপম ও পৌর কাউন্সিলর আঃ কাদের।
মানববন্ধনে বক্তারা করোনা বিধি নিষেধ এবং পরিবেশের সুরক্ষা নিয়মকানুন মেনেই পর্যটন ব্যবসা পরিচালনার করার প্রতিশ্রুতিও দেন।
তারা বলেন করোনা কারণে মার্চ মাস থেকে সুন্দরবনে পর্যটক ও নৌযান চলাচল বন্ধ করে দেয় বনবিভাগ।
এর ফলে দীর্ঘ ৬ মাস ৫ হাজার নৌযান মালিক ও কর্মচারীরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।দেশের বিভিন্নস্থানের পর্যটন কেন্দ্র ইতিমধ্যে খুলে দেয়া হলেও ব্যতিক্রম সুন্দরবনের ক্ষেত্রে।
তারা দাবী জানিয়েছে অচিরেই সুন্দরবন খুলে দেয়া হোক, তা না হলে তাদের পথে বসতে হবে।