
বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন ২৫ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এম. জাহিদুর রহমান মনির মোল্লা। ১ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৭৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ইতিপূর্বে কমিটির সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম ঘোষণা হলেও পূর্নাঙ্গ কমিটি ১ জানুয়ারি প্রকাশিত হয়। বরিশাল মহানগর আওয়ামী লীগের বিগত কমিটিতেও সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন এম. জাহিদুর রহমান মনির মোল্লা।
বীর মুক্তিযোদ্ধা এছাহাক আলী মোল্লার পুত্র, সাবেক ছাত্র নেতা এম. জাহিদুর রহমান মনির দীর্ঘদিন ২৫ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সদ্য ঘোষিত কমিটির পূর্বের কমিটিতে তিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদেও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। মনির মোল্লা বর্তমান কাউন্সিলর এম. সাইদুর রহমান জাকির মোল্লার ছোট ভাই এবং বিসিসির বর্তমান ২৫ নং ওয়ার্ড তথা সাবেক জাগুয়া ইউনিয়ন এর জনপ্রতিনিধি, সমাজসেবক ও রাষ্ট্রপতি কর্তৃক শ্রেষ্ঠ নারী সংগঠক হাজ্বী রাহিমা এছাহাক এর দ্বিতীয় পুত্র।