বালিয়াডাঙ্গীতে গণউন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত

মোঃ ইলিয়াস আলীঃ
বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গণউন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ৷
শনিবার ২ জানুয়ারি সকাল ১১ টায় গণউন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ৷
সমবায় সমিতির সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে ও বেলাল উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলঃ মোহাম্মদ আলী, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলঃ সফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আবু নাছের, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন, জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির, মইনুল হক, লাহিড়ী ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর হোসেন, ডাঃ আঃ হাকিম সহ সমবায় কর্মকর্তা ও সদস্য গণ ৷
এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনায় বিভিন্ন বাজেট পাস হয় এবং বক্তাগণ সমবায় সমিতি উন্নয়নে বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং সমবায় সমিতির সাফল্য কামনা করেন ৷