বানারীপাড়া পৌরসভার নির্বাচন কেন্দ্র করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ উদ্যোগে প্রচার-প্রচারণা।

বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের-বানারীপাড়া পৌরসভার নির্বাচনের শেখ রাসেলের জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে, গতকাল ৫ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকেলে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যলয় থেকে নৌকা মার্কার সমর্থনে প্রচার-প্রচারণা শুরু করেন শেখ রাসেলের জাতীয় শিশু কিশোর পরিষদ উদ্যোগের বানারীপাড়ার সভাপতি আবুল বাশার বাদশা ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লার স্লোগানে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যলয় থেকে শুরু করে মাছ বাজার, মিষ্টিপট্রি,ফলপট্টি ,রিস্কা স্ট্যান্ড হয়ে ডাকবাংলার মোড় চত্বরে সমাপ্ত করেন। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নৌকা মার্কার প্রচার-প্রচারণা করেন। প্রচারণা অংশগ্রহণ করেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি আবুল বাশার বাদশা, সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, কার্যনির্বাহী সদস্য শরিফ উদ্দিন আহমেদ কিসলু , প্রচার সম্পাদক জসিম মির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, কার্যনির্বাহী সদস্য লুৎফর রহমান পারভেজ , সহকারী প্রভাষক খান মো: আল আমিন, নাজনীন জাহান পলি, সোহেল মেম্বার, খলিল মোল্লা,আব্দুল সালাম বালি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইলুহার ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক মোঃ আব্দুস সবুর ,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বাইশারী ইউনিয়ন এর সভাপতি আমিনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক মাসুম শিকদার সাংগঠনিক সম্পাদক শিপন আকন, কার্যনির্বাহী সদস্য মাসুম সরদার, রফিকুল ইসলাম মিন্টু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ইলুহার ইউনিয়নের সভাপতি প্রভাষক মুহাম্মদ আঃ ছবুর, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সাংস্কৃতিক সম্পাদক এরিনা খানম, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম পলাশ, কামরুল হাসান প্রমূখ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ গড়া কারিগর, সুভাষ চন্দ্র শীল এর নৌকা মার্কার জয় করার উদ্দেশ্যে । প্রচার প্রচারণা সফল করেন , বানারীপাড়া বন্দর প্রতিটি অলি,গলি বাজার বন্দরে নৌকার প্রচারণায় গণসংযোগ ও পথসভা করেন। সুশীল সমাজের ছোট বড় গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে আরো নৌকার প্রচার-প্রচারণা লিফলেট বিতরণ করেন। ১৪ তারিখ ফেব্রুয়ারি ভোট দিবেন একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।