ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ভেরনবাড়িয়া গ্রামের ব্যবসায়ী জলিল মাঝিকে চড় মারায় গিয়াস মুন্সিকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী জানান গত ২৫ মে গিয়াস মুন্সি ওরফে গ্যাতরা গিয়াস পাশের গ্রাম ভেরন বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওয়ার্ড যুবলীগের সভাপতি আ. জলিল মাঝির দোকানে সিগারেট বাকি চাইলে তিনি বাকি দিবেনা বললে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী গিয়াস মুন্সি তাকে চড় মারে।
তখন স্থানীয় জনতা তাকে জিজ্ঞাসা করলে কেন চড় মারলেন, তখন তিনি জনতার সাথে উশৃঙ্খল আচরণ করেন এবং হুঙ্কার দিয়ে বলেন এই জলিল তোর মনে নেই ২০০১ সালের কথা তোদের বাড়ি ঘর ছাড়ার কথা আবার আমরা ক্ষমতায় গেলে তোদের দেশ ছাড়া করব, এতে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে গণধোলাই দেয় গিয়াস মুন্সিকে। স্থানীয়রা জানান গিয়াস মুন্সি প্রায়ই এলাকায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাও আসছে। তাঁরা আরও জানান গিয়াস এক সময় বরিশালের সর্বহারা কামরূল গ্রূপের সক্রিয় সশস্ত্র সন্ত্রাসী ছিল, এখনো সে বরিশালে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।
তিন বছর আগে গিয়াস পানি উন্নয়ন বোর্ডের জমি ভূয়া দলিলের মাধ্যমে দখল করতে গিয়ে গনধোলাই খেয়ে আড়াই মাস হাজত বাস করেছেন। এই গিয়াসের চক্রান্ত থেকে ২০০১ সালে রক্ষা পায়নি বি এম কলেজের সাবেক মেধাবী ছাত্রনেতা, রানাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাখাওয়াত হোসেন, যাকে তৎকালীন সময়ে একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। মোঃ সাখাওয়াত হোসেন খৈয়াম জানান এখনো তাকে বিভিন্ন মিথ্যা মামলায় অভিযোগ জড়ানোসহ তার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন গিয়াস মুন্সি।
দেশেরকথা /প্রতিনিধি