তেররশিয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ সিজান স্পোর্টস

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেররশিয়া মধ্যপাড়া যুব সমাজ আয়োজিত “তেররশিয়া মধ্যপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলাটি আজ বিকেল ৪টাই শুরু হওয়া ম্যাচে সিজান স্পোর্টসকে ২-১ গেমের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে সিজান স্পোর্টস।
উপজেলার ৮টি দল নিয়ে টুর্নামেন্টটি শুরু হয়,গ্রুপ পর্যায়ের বাঁধা পেরিয়ে ফাইনাল খেলায় অংশগ্রহন করে সিজান স্পোর্টসের ২টি দল।
সিজান স্পোর্টসের অন্যতম খেলোয়াড় সানাউল ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়।
খেলা শেষে দুই দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
সিজান স্পোর্টসের কর্ণধার মহি মিজান খেলা শেষে সকল খেলোয়াড়,দর্শক ও খেলার সাথে জড়িত সকলকে সিজান স্পোর্টসের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানায়।