ঝালকাঠিতে ইয়ুথ এ্যাকশন সোসাইটির ভিন্ন ধর্মী ফেইসবুক লাইভ

ঝালকাঠি প্রতিনিধিঃ বর্তমান করোনার ভাইরাসের মহামারি সময়ে মানুষকে বাসায় রাখতে ও নিজেদের আত্মবিশ্বাস তৈরী করতে সকলের জন্য বিনোদন মূলক কুইজ ও নিজের দক্ষতা উন্নয়নে ধারাবাহিকভাবে ফেইসবুক লাইভের আয়োজন করেছে সামাজিক সংগঠন ইয়ুথ এ্যাকশন সোসাইটির। ইতিমধ্যে বেশ কয়েকটি ফেইসবুক লাইভ মানুষের মাঝে ছড়িয়ে গেছে।
সংগঠনের সদস্যরা বাসায় থেকেই নিয়মিত তাদের ফেইসবুক পেইজ ও গ্রুপ থেকে বিভিন্ন বিষয় নিয়ে এ ফেইসবুক লাইভ করে থাকে।
লাইভে কোয়ারেন্টাইনে কিভাবে সময় পার করা যায়, সাম্প্রতিক বিষয়ে সাধারন জ্ঞান ও কুইজ প্রতিযোগীতা এগুলো নিয়ে অালোচনা করে থাকেন।
ইয়ুথ এ্যাকশন সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা জানান, আগামীতে তারা বিনোদন মূলক কর্মসুচি হাতে নিয়েছেন যেমন, ডাক্তারের মাধ্যমে বিভিন্ন পরামর্শ প্রদান, বিনোদনের জন্য যাদু দেখানো, সাংস্কৃতিক আয়োজন, দৈনিক ব্যায়মের বিষয়ে টিপস, বাংলা নববর্ষের জন্য অনলাইনে নানান অনুষ্ঠান সহ অন্যান্য অনেক কিছু থাকবে।