জামালপুরে যুমনা নদীর পানি বিপদ সীমার ১৭ সেন্টিমিটার উপরে

- মো: সিহাবুল ইসলাম শিমুল, জামালপুর
জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমা অতিক্রম করেছে। রবিবার সকালে বিপদ সীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলার মানুষ দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানান, যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বাহাদুরাবাদঘাট পয়েন্টে বিপদ সীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদীর পানি বিপদ সীমার ১৪৪ সেন্টিমিটার নিচে রয়েছে।