করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভার দু’টি প্রবেশদ্বকার বন্ধ

মেহেরপুর প্রতিনিধি :এখন পর্যন্ত মেহেরপুরে সনাক্ত হয়নি কোন করোনা ভাইরাস রোগী। ফলে বাড়িত শতর্কতায় পৌরসভা। দুপুরে মেহেরপুর শহরে প্রবেশদ্বারের দু’টি গেট লক ডাউন সাইন বোর্ড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ফলে অন্য জেলা বা পৌরসভার বাইরের লোকজন প্রয়োজন ছাড়া শহরে প্রবেশ করতে পারছেননা। তবে পণ্যবাহী যানবাহনের জন্য রয়েছে শিথিলতা। এ সময় পৌর মেয়রের মাহফুজুর রহমানের নেতৃত্বে সকল যানবাহন জীবানুনাশক স্প্রে করা হয়।
পৌর মেয়র বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় পৌরসভার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সড়কে সড়কে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। পাশাপাশি আজ থেকে জেলা ও শহরের বাইরে প্রয়োজন ছাড়া কোন মানুষকে পৌর এলাকায় প্রবেশ করতে দেওয়া হবেনা।