প্রতিটা বছর এই দিনে কত উৎসব-আনন্দে উল্লাসে মাতামাতি, পান্তা আর ইলিশ বটবৃক্ষের গান, জুড়াতো মোদের প্রাণ, আজ মোরা বড় অসহায়, করোনা করলো জয়, আজকের দিন টা থাকবে স্মরণীয় বাংলার বুকে, আবার যদি আসে কখনো এই দিনটা ফিরে,সাজবো মোরা বাংলার সাজে, লুঙ্গি আর ধুতি কোমরে বাঁধবো গামছা, বাজবে আবার ঢুলিদের ডাক, বাংলার এই সবুজ মাঠে মোরা আনন্দে উল্লাসে কাটাবো সারা দিনটা, সন্ধ্যা হলে ক্লান্ত শরীরে ফিরব মোদের ঘরে।
শুভ নববর্ষ -১৪২৭’
আরিফ খান
সম্পাদক ও প্রকাশক
দৈনিক দেশের কথা
ঢাকা বাংলাদেশ